রকিবুজ্জামান,মাদারীপুরঃ
মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় একটি মালটানা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যকচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে আরিফ শিকদার (২৫) ও ট্রাক্টর চালক নড়াইলের সরাফাত মুন্সির ছেলে এনামুল মুন্সি (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে ট্রাক্টরটি নিয়ে বালু আনার উদ্দেশ্যে বের হয় আরিফ ও এনামুল। এসময় কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে তারা দুই জন ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন বলেন, ‘একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply