রকিবুজ্জামান,মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনিতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ মে) রাত ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরকুল এলাকার মৃত আঃ হাসেমের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন,একই উপজেলার লবনসারা গ্রামের মোঃ জলিলের ছেলে মোঃ রাজিব
এবং বাবুল হাওলাদারের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন জানান,”কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারার অপরাধে এবং ১৫(১) ধারা মতে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান,”অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে একমাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে।”
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply