রকিবুজ্জামান,মাদারীপুর:
মাদারীপুরের কালকিনিতে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকালে কালকিনি ফাজিল মাদ্রাসা হলরুমে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ও কালকিনি উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উপস্থিত সকলকে সর্বজনীন পেনশনের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করেন।ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে মসজিদগুলোতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মুসুল্লীদের অবহিত ও আগ্রহী করার লক্ষ্যে বয়ান এবং আলোচনা করার পরামর্শও প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
সভায় উপস্থিত ছিলেন কালকিনি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,কালকিনি সদর জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম হোসাইন,মুয়াজ্জিন মোঃ ইউনুস আলী সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply