রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্কঃ
মাদারীপুরের কালকিনিতে ঐতিহাসিক কালেক্টরেট দিবস উপলক্ষে কৃষক ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও পানির পট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৪ মে) সকালে জেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলার বিভিন্ন কৃষক ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও পানির পট বিতরণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল।
উল্লেখ্য, ২৫২ বছর পূর্বে ব্রিটিশ আমলে আজকের এই দিনে প্রথম সৃষ্ট পদটির নাম ছিলো ডিস্ট্রিক্ট কালেক্টর।পরে বিভিন্ন দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারী বিচার ব্যবস্থার ক্ষমতা অর্পণ করা হয় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে আরেকটি পদ দেয়া হয়। এটি ছিল জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লিষ্ট।পরবর্তীতে পাকিস্তান শাসনামলে জেলার উন্নয়ন কর্মসমূহের সমন্বয় সাধনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদের জন্য ডেপুটি কমিশনার নামে আরেকটি পদ সৃষ্টি করা হয়।
মূলত জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে। জেলা ম্যাজিস্ট্রেটগণ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। Magistrate শব্দটি ল্যাটিন Magistratus শব্দ থেকে এসেছে যার অর্থ Administrator বা শাসক।ভারতে জেলা ম্যাজিস্ট্রেটকে বাংলায় বলা হয় ‘জেলা শাসক’।আর ‘শাসক’ শব্দটি সহনীয় করে বাংলাদেশে ‘প্রশাসক’ শব্দটি গ্রহণ করা হয়েছে। ‘জেলা প্রশাসক’ বহুল ব্যবহৃত District Magistrate শব্দের পরিবর্তিত বাংলারূপ।
ঐতিহ্যগতভাবে তাই এই উপমহাদেশের তথা বাংলাদেশের সবচেয়ে পুরনো পদ এই ‘ডিস্ট্রিক্ট কালেক্টর’ তথা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ আজ ২৫২ বছর অতিক্রম করে ২৫৩ বছরে পা রাখলো।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply