রকিবুজ্জামান,মাদারীপুর:
তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ।এরই মাঝে মাদারীপুরের কালকিনিতে জীবিকার তাগিদে রাস্তায় চলাচলকারী পথচারীদের মাঝে একটু সস্তি দিতে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে কালকিনির থানার মোড়ে পথচারী,গাড়ির চালক, যাত্রীদের মধ্যে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়।
Humanity By Emam নামের একটি ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের ব্যানারে এ মহতি উদ্দ্যোগ নেয়া হয়।
এই প্রোগ্রামের উদ্যোক্তা ইমামুজ্জামান ইমাম বলেন,তীব্র গরমে মানুষের জনজীবন অস্থির।তাই এই গরমে পথচারীদের মাঝে বিনামূল্যে সামান্য শরবত বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আমাদের দেখাদেখি সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ জনসেবায় এগিয়ে আসবে এমনটাই আমাদের চাওয়া।
এসময় উপস্থিত ছিলেন শরবত বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ইমামুজ্জামান ইমাম,রুপম, রাহাত, তাওহিদ, রাফিদ, ফাহিম, আসিফ, সাইমুন,আহাদ,ইমাম সরদার সহ অন্যান্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply