মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে জামিল(২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে সাড়ে উপজেলার বটতলা-মিঞার হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জামিল কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়,বালুবাহী ট্রলিতে শ্রমিকের কাজ করতো জামিল।রবিবার বালুভর্তি করে ট্রলিটি সিডিখান ইউনিয়নের বটতলা হতে মিঞার হাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা শ্রমিক জামিল ট্রলির নিচে বালুর মধ্যে চাপা পড়ে।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জামিলকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সাব্বির কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার ভাই বাক প্রতিবন্ধী ছিল।সে যে ট্রলিতে কাজ করতো,আজ সেই ট্রলির নিচে পড়েই তার মৃত্যু হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ট্রলির নিচে চাপা পড়ে জামিল নামের এক শ্রমিক মারা গেছে।এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply