রকিবুজ্জামান, মাদারীপুর :
তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ।গরমের কারণে মানুষ ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। এরপরও জীবিকার তাগিদে রাস্তায় চলা মানুষ গুলোর পড়তে হচ্ছে বিপাকে। এমনি অবস্থা যখন চলমান তখন মাদারীপুরের কালকিনিতে ভর দুপুরে পথচারীদের একটু সস্তি দিতে এগিয়ে এসেছে খন্দকার জিহাদ হিউম্যান ডেভলপমেন্ট সোসাইটির সদস্যরা।
তারা রাস্তায় চলাচলকারী পথচারীদের মাঝে বিনামূল্যে সরবত বিতরণ করেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে কালকিনির ভুরঘাটা বাসট্যান্ডে পথচারী,গাড়ির চালক, যাত্রীদের মধ্যে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়।
এসময় রাস্তায় চলাচলকারী পথচারীরা বিনামূল্যে সরবত পান করে ভীষণ উপকৃত হয়েছেন।
এই প্রোগ্রামের উদ্দোক্তা খন্দকার জিহাদ বলেন,তীব্র গরমে মানুষ অস্থির।তাই এই গরমে আমাদের নিজস্ব উদ্দ্যোগে পথচারীদের মাঝে বিনামূল্যে সামান্য সরবত বিতরণ করেছি।আমাদের মতো সমাজের বিত্তবানরা জনগনের সেবায় এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছি।
এসময় উপস্থিত ছিলেন এই মহতী কার্যক্রমের উদ্দোক্তা খন্দকার জিহাদ,মোঃ কামরুল বেপারী,মোঃ নাঈম ইসলাম,মোঃ বিএম সাব্বির,মোঃ জাফর মাহমুদ,মোঃ কাজী শ্যামল,মোঃ রায়হান হাওলাদার,মোঃ বিএম মহিউদ্দিন,মোঃ বিএম রুমান,মোঃ সানাউল কাজী সহ অন্যান্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply