সাংবাদিক রকিবুজ্জামান :
আসন্ন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে দাখিলকৃত ১০ জনেরই মনোনয়পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাই শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা নুসরাত আজমেরী হক তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এতে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ জানান, “কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।তাদের সকলের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।এই উপজেলায় তিনটি পদে মোট ১০ জন প্রার্থীই চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
আগামী ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।আর প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২ মে। সবঠিক থাকলে আগামী ২১ মে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য,কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার ১০২ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৩২৫ জন,মহিলা ভোটার ৮৮ হাজার ৭৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply