রকিবুজ্জামান, মাদারীপুরসময় ডেস্কঃ
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার এবং আমিনুল ইসলাম নামের অপর এক ব্যক্তি।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কৃষকলীগ নেতা ইকবাল হোসেন এবং আসাদুজ্জামান জামাল মনোনয়ন ফরম দাখিল করেছেন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চায়না খানম এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী নাসরিন।
কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ জানান, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। আজ ২১ এপ্রিল ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।মনোনয়নপত্র বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল।মনোনয়ন প্রত্যাহার ৩০ এপ্রিল এবং আগামী ২ মে প্রতীক বরাদ্ধ করা হবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply