মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,ঢাকা হতে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল।বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়।এতে ট্রাকটি উল্টে যায় এবং দুমড়ে মুচড়ে যায় বাসটি। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়াও শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে আহত পাঁচ জনকে নেওয়া হয়।পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত আরো বেশ কয়েকজনকে আশপাশের হাসপাতাল গুলোতে নেয়া হয়েছে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম স্বপন বাড়ৈ (৪০)।সে বরিশালের উজিরপুর থানার নারকিলি গ্রামের নিরঞ্জন বাড়ৈর ছেলে।বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,”বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে আর বাসটি দুমড়ে মুচড়ে গেছে। এতে অনেক যাত্রী হতাহত হয়েছেন।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল জানান, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে।হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জন নিহত হয়েছে খবর পেয়েছি।এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply