রকিবুজ্জামান,মাদারীপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন,”আমার বাবা আমাকে উৎসর্গ করেছিলেন আপনাদের সেবা করার জন্য। জীবনের প্রায় ৭৪ বছর আপনাদের সেবা করার সৌভাগ্য হয়েছে আমার।আজ আমি আমার ছেলে আসিবুর রহমান খানকে আপনাদের কাছে উৎসর্গ করে দিয়ে গেলাম।”
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের পাকদী এলাকায় সার্বিক বাস ডিপোতে পৌর আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচনোত্তর প্রতিনিধি সভায় একথা বলেন তিনি।
মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম আকায়েদ মুরাদ স্বপন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মনিরুজ্জামান আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হাফিজুর রহমান খান, সহ সভাপতি বাবুল চন্দ্র দাস, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবুল চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন হাওলাদারসহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রতিনিধি সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে শাজাহান খানের পুত্র আসিবুর রহমান খানকে সমর্থন করেন উপস্থিত নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply