মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন ডি,কে ব্লাড ডোনার্স ক্লাব (DKBDC) এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
“যদি হই রক্তদাতা,জয় করবো মানবতা”
এই স্লোগানকে সামনে রেখে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাব দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো।
এ উপলক্ষে শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ডাসার উপজেলার পূর্ব খান্দুলী প্রাথমিক বিদ্যালয় হলরুমে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
ডি,কে ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা ও সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সংগঠনটির প্রধান উপদেষ্টা আঃ হাকিম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও একুশে টেলিভিশনের সাংবাদিক রকিবুজ্জামান,প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,উপদেষ্টা সিদ্দিকুর রহমান সুমন,উপদেষ্টা ও ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,আবু সোহেল মোল্লা,এনামুল তালুকদার এনাম,পরিচালক ইসরাফিল ইসলাম প্রমুখ।
ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের ২য় বর্ষপূর্তিতে বক্তারা ভবিষ্যতে সংগঠনটির আরো সাফল্য কামনা করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply