মাদারীপুর প্রতিনিধি :
বিশ্বের বহুদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই সরকারের সাথে কাজ করার অভিমত ব্যক্ত করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বিএনপি একটি অগণতান্ত্রিক দল এবং তারা একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে সারা বিশ্বের কাছে। নির্বাচন অথবা কোন ঘটনাকে কেন্দ্র করে তারা শুধু সন্ত্রাস করে যানবাহন জ্বালিয়ে দেয়, মানুষ পুড়িয়ে হত্যা করে, কুপিয়ে হত্যা করে এর মধ্যে দিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। সুতরাং তারা রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে।বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা,রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শাহাবুদ্দিন শাহা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply