শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
“যুক্তির আলোয় খুঁজি মুক্তপ্রান, মননে রেনেসাঁস, গাই শ্বাপদ তাড়ানো গান” এই প্রতিপাদ্যে নিয়ে মাদারীপুরের শিবচরে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে ও ইউনিয়ন ব্যাংক শিবচর শাখার সহযোগিতায় কলেজ অডিটোরিয়ামে মঙ্গলবার দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। কর্মশালা শেষে বিকেলে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলেজের গর্ভনিং বডি সভাপতি আলহাজ্ব আ: লতিফ মুন্সী। কলেজের অধ্যক্ষ মো: লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ দিনেশ চন্দ্র সরকার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিবেটিং সোসাইটির আহব্বায়ক মো: এখলাস উদ্দিন, ডিবেটিং সোসাইটির সদস্য সচিব প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, প্রভাষক মো: জুয়েল আহম্মেদ, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মো: কাইয়ুম হোসাইন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো: রোকনুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply