রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্কঃ
মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার কালকিনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সোমবার(৩০ সেপ্টেম্বর)সকাল হতে বিকেল পর্যন্ত কালকিনি উপজেলা নির্বাহী অফিস, ভূমি অফিস, কালকিনি থানা, পৌরসভা, পৌরসভা ডিজিটাল সেন্টার, কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিকারমঙ্গল ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ী আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প পরির্দশন করেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম,কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএকেএম শিবলী রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান,কালকিনি পৌরসভার ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান,উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply