কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ হুমায়ুন কবীর,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম পংকজ সিকদার, উপজেলা ফায়ার সার্ভিস কমান্ডার খোকন জমাদার,উপজেলা আনসার কমান্ডার জাহিদুল হক সহ উপজেলার সকল পূজামন্ডপের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামন্ডপ গুলোর প্রতিনিধিরা বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
এসময় আসন্ন দূর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন,”দেশটা আমাদের সকল সম্প্রদায়ের,তাই দেশকে ভাল রাখার দায়িত্ব টাও আমাদের সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অ-প্রীতিকর ঘটনা যেন না ঘটে,সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।সবাই মিলে আনন্দের সাথে যাতে দুর্গাপূজার উৎসবটি সম্পন্ন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
এছাড়া হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এবার কালকিনি উপজেলায় মোট ২২ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এর মধ্যে ৫ টি অতি গুরুত্বপূর্ণ এবং ১০ টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ বিবচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply