কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে একটি বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ইউনি বেকারীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নিয়মিত বাজারের পণ্যের মান তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআইয়ের কোন অনুমোদন দেখাতে না পারা,বিভিন্ন পণ্যের প্যাকেটের গায়ে লেখা উপকরণগুলো না থাকা এবং খাবারে ক্ষতিকারক রং মিশানোর দায়ে বেকারীটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারার মোতাবেক ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,”মহাপরিচালকের নির্দেশ মোতাবেক ও জেলা প্রশাসকের ক্ষমতাবলে আমরা একটি বেকারীতে অভিযান পরিচালনা করি। এসময় পণ্যের প্যাকেটের গায়ে লেখা উপকরণগুলো না থাকা এবং খাবারে ক্ষতিকারক রং মিশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারার মোতাবেক বেকারীটিকে প্রাথমিক পর্যায়ে সতর্কতামূলক ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এছাড়া জেলা জুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,কালকিনি উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ ইকরাম হোসেন,জেলা ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী রবিউল ইসলাম সহ কালকিনি থানা পুলিশের সদস্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply