ইসতিয়াক,কালকিন প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সাথে নবগঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এরপর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের সাথে নবগঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের সকল সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ে নবগঠিত কমিটির পক্ষে সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম,সহ-সভাপতি মাসুদ আহমেদ কাইয়ুম,যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান,সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,অর্থ সম্পাদক রাজীব আহমেদ,দপ্তর সম্পাদক ইসতিয়াক, প্রচার সম্পাদক রোমান বেপারী, সমাজসেবা সম্পাদক মেহেদী হাসান মাসুম, কার্যকারী সদস্য রনি আহমেদ নিপুল,কার্যকারী সদস্য আজাদ, শামীন ওসমান, ইমরান হোসেন ইমন উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ আপনাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরেন। আমরা চাই আপনারা আমাদের সহযোগিতা করুন যাতে আমরা সমাজের বিভিন্ন অনিয়ম দূর্নীতি নির্মূল করতে সক্ষম হই। আমি আপনাদের নবগঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং নবগঠিত প্রেসক্লাবের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ্য জনকল্যাণে সাংবাদিকতা এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত কালকিনি মডেল প্রেসক্লাব এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত (১০ সেপ্টেম্বর ২৪ ইং) মঙ্গলবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী হলরুমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা ও পরিচিতি সভার মধ্য দিয়ে কালকিনি মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু করে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply