রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্কঃ
আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর আগমন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের সাথে উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা ইসলামি আন্দোলনের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন মিডিয়া, যোগাযোগ ও গন সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক মাওলানা তামিম হোসাইন।
তিনি জানান,ইসলামী আন্দোলনের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
মতবিনিময় সভায় আগামী ২৩ সেপ্টেম্বরের গন সমাবেশ সফল করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কালকিনি শাখার নেতারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি কারি মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আলি আকবর, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব লুতফুর রহমান মুন্সি, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সিকদার, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি মোহাম্মদ নাইম ইসলাম সহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply