ইসতিয়াক চঞ্চল,কালকিনি প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান বলেছেন, “বিএনপিতে কোন সহিসংতাকারীদের স্থান নেই।যারা দলকে ভালবাসে তারা কখনও দলের সুনাম নষ্ট করতে সহিংসতা ও চাঁদাবাজি করতে পারেনা।”
শনিবার(২৪ আগষ্ট) দুপুরে মাদারীপুরের কালকিনিতে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন,স্বাধীনতা অর্জনের চেয়ে,রক্ষা করা কঠিন যে কথা সকলের মনে রাখতে হবে।ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা অর্জিত হয়েছে,সেটা রক্ষা করতে হবে।এজন্য সকল প্রকার চাঁদাবাজি,সন্ত্রাসী ও অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।
এর আগে খন্দকার মাশুকুর রহমান ঢাকা থেকে কালকিনিতে তার নিজ বাড়িতে আসায় হাজার হাজার নেতাকর্মীরা তাকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অভ্যর্থনা জানান।এসময় কালকিনি উপজেলার ভুরঘাটা হতে থানার মোড় পর্যন্ত তার বহরের মোটরসাইকেল ও গাড়িতে ভরে যায়।
কালকিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদ খান,সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রতন,সাবেক যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন বেপারী,কালকিনি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান তোতা,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব নাসিরুদ্দিন ফকির লিটন,সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন হাওলাদার সহ উপজেলা,পৌর এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply