কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে স্কুলে যাওয়ার পথে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্র ইয়াসিন (৮) এর লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ২৪ ঘণ্টা পর বুধবার (২১ আগস্ট)সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূর হতে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে সাঁকো পাড় হতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে নিখোঁজ হয় ইয়াসিন।
ইয়াসিন উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকার সোহাগ বেপারীর ছেলে।
জানা যায়,আজ সকাল ৮ টার দিকে দুর্ঘটনাস্থল হতে প্রায় আধা কিলোমিটার দূরে ইয়াসিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।পরে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বাড়ি হতে স্কুলের উদ্দ্যেশে রওনা দিয়ে পথিমধ্যে একটি বাঁশের সাঁকো পাড় হতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় ইয়াছিন।পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এদিকে ইয়াসিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply