ইসতিয়াক,কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির অস্থায়ী কার্যালয় কালকিনি মিডিয়া সেন্টারে মডেল প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
এতে ডেইলি নিউনেশন পত্রিকার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান কে আহ্বায়ক এবং একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ঠ এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় সিদ্ধান্ত মোতাবেক গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা ১৫ দিনের মধ্যে নবগঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন।
“জনকল্যাণে সাংবাদিকতা” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার বেশ কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে কালকিনি মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়।
কালকিনি মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক রকিবুজ্জামান জানান,সাংবাদিকদের স্বার্থরক্ষা ও বৈষম্য দূরিকরণের পাশাপাশি কালকিনিতে অপরাধ নির্মূল ও জনগনের সামগ্রীক কল্যাণে কাজ করাই আমাদের সংগঠনের সদস্যদের মূল লক্ষ্য। আমরা সাংবাদিকতার দ্বারা ঐক্যবদ্ধভাবে জনগনের পাশে থাকতে চাই। সাংবাদিকদের সম্পর্কে জনগনের নেতিবাচক মনোভাব দূর করে,আমরা বিপদে-আপদে তাদের পাশে থাকব।”
সর্বোপরি কালকিনিতে সুষ্ঠু ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা,জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিময় ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন কালকিনি মডেল প্রেসক্লাবের সকল সদস্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply