রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্কঃ
নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট বন্দর এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেছে স্থানীয় যুব সমাজ ও শিক্ষার্থীরা।
এতে এলাকার যুবকদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেয়।
রবিবার (১১ আগস্ট) উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নির্দেশনায় এবং স্থানীয় যুবক আবিদ জাহান আশিক এর নেতৃত্বে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।
এ সময় তারা খাসেরহাট বন্দর এলাকায় পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিষ্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।
এ বিষয়ে আবিদ জাহান আশিক বলেন,”আমাদের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার দ্বায়িত্ব আমাদেরই।আমরা এলাকা পরিস্কার রাখলে সুন্দর পরিবেশের পাশাপাশি বিভিন্ন রোগ বালাই হতে দূরে থাকতে পারবো।”
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন জানান,”যুবকদের এমন উদ্দ্যোগ সত্যি প্রশংসনীয়।আমি তাদের এমন উদ্দ্যোগকে সাধুবাদ জানাই।পাশাপাশি ইউনিয়ন পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহবান জানাই।”
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply