ইসতিয়াক চঞ্চল,কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
রবিবার(৪ আগস্ট) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১২ টায় কালকিনি পৌর মেয়র এসএম হানিফ ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উপজেলা আ.লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৩/২০১৪ সালে বিএনপি-জামায়াত-শিবির রেললাইন উপড়ে ফেলেছিল, বাসে আগুন দিয়েছিল, অসংখ্য মানুষকে পুড়িয়ে মেরেছিল এবং এদেশের অর্থনীতিকে স্থবির করে সরকার পতন করতে চেয়েছিল।আবার সেই একি নাটক আমরা নতুন করে মঞ্চস্থ হতে দেখছি। এবার কোমলমতি ছাত্র-ছাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ইতোমধ্যে সরকার মেনে নিয়েছে।প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, গণভবনের দরজা খোলা আছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তিনি আলোচনা করতে চান।আরো কিছু দাবি থাকলে তা প্রধানমন্ত্রী পূরণ করবেন।তারপরও কিছু দুষ্কৃতিকারীরা এসব জ্বালাও পোড়াও করছে।
এসব অপতৎপরতার পেছনে রয়েছে নিষিদ্ধ জামায়াত-শিবির। যদি তারা মনে করে শিক্ষার্থীদের র্দীঘদিন বিভ্রান্ত করে রাখতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ আমরা বিশ্বাস করি শুধু সময়ের ব্যাপার মাত্র, এই কোমলমতি শিক্ষার্থীরা তাদের সঙ্গে থাকবে না। তারা ঘরে ফিরে যাবে। যেহেতু তাদের দাবি পূরণ হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আপনারা আমাদের ডাকে বারবার রাজপথে এসেছেন। আমরা এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে রাজপথে থাকবো। শান্তিপ্রিয় কালকিনিকে আমরা অশান্ত হতে দেবো না।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুর-৩ আসনের এমপি মোসাঃ তাহমিনা বেগম,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল আলম খোকন বেপারী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন,সহ সভাপতি বাবু ভবতোষ দত্ত,সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন,ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক ও পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার,আ.লীগের নেতা মোঃ লুৎফর সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল সরদার,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাহাদাত সরদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান,সাধারণ সম্পাদক শাহীন ফকির,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন,পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান লাবু, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শহিদ বেপারী, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সার হামিদ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply