মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফান কাজির বাড়িতে প্রতিপক্ষ পার্শ্ববর্তী শিকারমঙ্গল ইউনিয়নের হাচেন হাওলাদারের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় এক পুলিশ সদস্য সহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
রোববার (১৬ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় দুইশত হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। হামলায় বেশ কয়েকটি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়।
পুলিশ ও স্থানীয়ারা জানায়,কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধা কান্দি এলাকার হাচেন হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফান কাজীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজনের মাঝে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরবর্তীতে দুপুরে হাচান হাওলাদারের লোকজন ও তার পক্ষ নিয়ে বাশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুমন বেপারীর লোকজন ইউপি সদস্য আফান কাজির বাড়িতে হামলা চালায়।প্রায় ঘন্টাব্যাপী চলা এ হামলায় অন্তত দুইশত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।এতে পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের এক এসআই সহ আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
এদিকে মারামারির খবর পেয়ে জেলা ডিবি পুলিশ ও মাদারীপুর র্যাব-৮ এর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সরকার আব্দুলাহ আল মামুন জানান,”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply