রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্কঃ
মাদারীপুরে ৩৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার(২৮ মে) বিকেলে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ)আবুল কাশেম খাঁন এর নেতৃত্বে অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বড় বাড্ডা এলাকা হতে ৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে বাদল মেম্বার (৪২)।সে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বড়বাড্ডা এলাকার মৃতঃ ওহাব মাতুব্বরের ছেলে।
জেলা পুলিশের পক্ষ হতে এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়,মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বাদল।তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply