রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্ক:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ জানান,”এবারের নির্বাচনে উপজেলার মোট ১ লাখ ৮৮ হাজার ৬৫৪ জন ভোটার ৭৩ টি ভোটকেন্দ্রের ৪৪৮ টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদেরমধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন, নারী ভোটার ৯০ হাজার ৮১ জন ও হিজড়া ভোটার রয়েছেন ১ জন। নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।”
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন,”ইতোমধ্যে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে পুলিশ,আনসার,বিজিবি,র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।”
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা নুসরাত আজমেরী হক জানান,”আগামীকাল কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য আমরা সকলে কাজ করছি।”
জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন,”আগামীকাল কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।ভোটাররা যাতে নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।”
কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশীদ খান বলেন,”এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আমরা সকল ব্যবস্থা গ্রহন করেছি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।”
উল্লেখ্য,এবারের নির্বাচনে উপজেলায় মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন।তবে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মীর গোলাম ফারক(আনারস) নির্বাচন থেকে সরে যাওয়ায় চেয়ারম্যান পদে যে সকল প্রার্থীরা লড়াই করছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন(মোটরসাইকেল),আমেরিকা প্রবাসী নুরুজ্জামান সরদার(ঘোড়া) ও কয়ারিয়া ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম(দোয়াত-কলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও কালকিনি প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (তালা), উপজেলা কৃষকলীগ নেতা মোঃ ইকবাল হোসেন(টিউবওয়েল) ও সাহেবরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল(উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম(ফুটবল), বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথি(কলস) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন (হাঁস)।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply