রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্কঃ
চার ধাপে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে এবারের উপজেলা নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান,১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের দুইদিন পূর্ব হতে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত অর্থাৎ ১৯ মে ২০২৪ হতে ২৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত মোট ০৫ দিন নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ প্রতিরোধ কার্যক্রম এবং নির্বাচন সংক্রান্ত ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।এছাড়া ইতিমধ্যে উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।পাশাপাশি র্যাব সদস্যরাও টহল দিচ্ছে।এককথায় একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে প্রসাশন ও আইনশৃংখলা বাহিনী সম্পূর্ন প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদেরকেও প্রশিক্ষণ দেয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্যরাও যাতে কারো পক্ষে প্রভাব বিস্তার করতে না পারে সে দিকে প্রশাসন বেশ সর্তক দৃষ্টি রাখছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন অফিস তথ্য মতে,কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন,মহিলা ভোটার ৯০ হাজার ৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply