রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেস্কঃ
মাদারীপুরের কালকিনিতে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। ইতেমধ্যে নির্বাচনী প্রচারনা প্রায় শেষের পথে।১৯ মে রাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারনা।কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারযুদ্ধ শেষে জয়ের ব্যাপারে আশাবাদি প্রায় সব প্রার্থীরা।
উপজেলার প্রায় সকল নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন বেশ এগিয়ে আছেন। তবে ঘোড়া প্রতীকের প্রার্থী নুরুজ্জামান সরদারও পিছিয়ে নেই। প্রচারনার প্রায় পুরোটা সময় জুড়ে কালকিনি উপজেলাকে বিভক্তকারী পালরদী নদীর পূর্ব পাড়ের জনগনকে ঐক্যবন্ধ করে নিজের পক্ষে ভোট দেয়ার ব্যাপারে বেশ প্রচারনা চালিয়েছেন তিনি।
তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্র একটি চাঁপা উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছে পরবর্তী উপজেলা চেয়ারম্যান?তবে সুষ্ঠভাবে ভোটগ্রহন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে দুজেনই আশাবাদি।
এদিকে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে প্রশাসন।ইতিমধ্যে উপজেলায় বিজিবি মোতায়েন সহ দুই প্লাটুন র্যাব সদস্যরা টহল দেয়া শুরু করেছে।
এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।ভোটাররা বলছেন মন-মানসিকতা, দক্ষতা, শিক্ষা, সততা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে থাকা প্রার্থীকেই তারা ভোট দেবেন।
এবার উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের একজন প্রার্থী সরে যাওয়ায় বাকি চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোটরসাইকেল প্রতীকের তৌফিকুজ্জামান শাহীন, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার ও দোয়াতকলম প্রতীকের আমিনুল ইসলাম পাপন।
এদিকে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। কালকিনি উপজেলায় এবার ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
আগামী ২১ মে হবে ভোট গ্রহন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply