মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার আমানগঞ্জ খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।
শুক্রবার (৮ই মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার ভূরঘাটা লাল পোল ব্রীজের নিচে আমানগঞ্জ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত ঐ লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক বয়স ৩৮ বছর বয়সী যুবকের অর্ধনগ্ন লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রকিবুজ্জামান
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply