কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২ মার্চ) দুপুরে কালকিনি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে এসে শেষ হয়।পরে ভবনটির হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ পাস করেছে এবং নীতিমালা প্রণয়নের বিষয়ে কাজ করছে।তাই ভোটার হওয়ার সময় সকলের সঠিক তথ্য দেওয়া প্রয়োজন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সাধারন ভোটারগন।
রকিবুজ্জামান
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply