রকিবুজ্জামান,মাদারীপুরসময় ডেক্সঃ
মাদারীপুরের কালকিনিতে ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজার মোঃ নুরুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারায় দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান।
তিনি জানান,কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার কারনে কৃষি জমির ক্ষতি হচ্ছে। এছাড়া ইট পোড়ানোর কাজে নিম্নমানের কয়লা ব্যবহার করার কারণে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।তাই জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকস নামক ইটভাটাকে ইট প্রস্তুতের কাজে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আগামীতে কৃষি জমি রক্ষায় কালকিনি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান।
অভিযানে কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply