মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে লোকাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি)দুপুরে কালকিনি উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা ও গোপালপুরের মধ্যবর্তী কুন্ডুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে মায়ের দোয়া নামের একটি লোকাল পরিবহন মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছু দুর যাওয়ার পর কুন্ডুবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।এতে পরিবহন চালকসহ কমপক্ষে ১০ জন আহত হন।আহতরা হলেন,তৌহিদুল ইসলাম (৩৫), শুশান্ত (৩৪), মনোয়ারা (৪০), একা (২৭), তৌহিদুর (৫), অন্তরা (২৫), সফিক (২৬), পরিবহন চালক সোবাহান (৫০),মন্নান বেপারী(৮০)। এছাড়াও অনেকের পরিচয় পাওয়া যায়নি।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জম্মাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।এছাড়া আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আহত অনেককে স্থানীয়রা উদ্বার করে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply