মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ছিদ্দিকুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ।
পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের হোসেন,সাবেক প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন,৭০ নং সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা সারমিন,ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খোকন মিয়া,সাহেবরামপুর বাজার কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আকন,কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিম।
এছাড়া দোয়া ও বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক তৌফিকুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের ভালো ফলাফল করে অভিভাবক ও স্কুলের সুনাম বয়ে আনার আহ্বান জানান।
পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া ও মাহফিল পরিচালনা করেন মুফতি মোঃ ফেরদাউস রহমান।
এবার সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ জন, মানবিক বিভাগ থেকে ৮৪ জন এবং ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে ২৫ জন পরীক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে।
দোয়া ও বিদায় অনুষ্ঠান শেষে দীর্ঘ ৩৬ বছর যাবৎ বিদ্যালয়টির অফিস সহকারী পদে কর্মরত মোঃ ইসমাইল হোসেনকে অবসরজনিত বিদায় জানানো হয়।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply