মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপের নিজস্ব তহবিল হতে এসব কম্বল বিতরণ করা হয়।
রবিবার দুপুরে কালকিনি উপজেলার উত্তর রমজানপুরে তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে সাবেক এমপির পক্ষে এসব কম্বল বিতরণ করেন গোলাপের বড় ভাই সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুস আলী।
তিনি বলেন,”আমাদের পরিবারের সদস্যরা সবসময়ই অসহায় মানুষের পাশে ছিল,এখন আছে,ভবিষ্যতে থাকবে।”
এর আগে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধির মাধ্যমেও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।
এলাকার জনগনের সেবায় ভবিষ্যতেও নিজস্ব উদ্দ্যোগে এভাবেই জনগনের সেবা করে যাবেন বলে জানান আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাবেক এমপি ড.আবদুস সোবহান গোলাপ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply