কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ
মোঃ জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি গুলশান আরা গোলাপ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড.আবদুস সোবহান গোলাপ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন বিধায় আজ দেশে ভাল ভাল ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে।
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভাল মানুষ হতে নৈতিক শিক্ষার প্রয়োজন।তাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা সহ সকল ক্ষেত্রে দেশের হয়ে অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রমজানপুর ইউপি চেয়ারম্যান মিল্টন ইব্রাহিম,সিডিখান ইউপি চেয়ারম্যান চানমিয়া সিকদার সহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষার্থীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply