রকিবুজ্জামান,নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহমিনা বেগমের সাথে কালকিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি তাহমিনা বেগম।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম সরদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী,সমাজসেবা অফিসার আসাদুজ্জামান,উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় নবনির্বাচিত এমপি তাহমিনা বেগম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply