কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী।
রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম জয়লাভ করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়,মাদারীপুর-৩ আসনটি মাদারীপুর সদর উপজেলার ৫টি,কালকিনি উপজেলার ১৫টি ও ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন সহ মোট ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত।এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান মিয়া গোলাপ।আর ঈগল প্রতিক নিয়ে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি মোসাঃ তাহমিনা বেগম।
এবার মাদারীপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় মোট ভোটার ছিল ৩ লাখ ৫৮ হাজার ৩৪০ জন।এ আসনে মোট ১৩৪ কেন্দ্রে ঈগল প্রতীক ৯৬,৬৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে এবং নৌকা প্রতীক পেয়েছে ৬১,৯৭১ ভোট।
৩৪,৬৬২ ভোট বেশি পেয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম বিজয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদের মাদারীপুর-৩ আসনের বিজয়ী প্রার্থী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোসাঃতাহমিনা বেগম বলেন, “নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। জনগন আমাকে বিজয়ী করেছে। জনগনই এখন মাদারীপুর-৩ আসনের এমপি। আমি চাই সকলকে নিয়ে মিলেমিশে এলাকার উন্নয়ন করতে।মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি তা কখনো ভুলতে পারবো না।পুলিশ,প্রশাসন থেকে শুরু করে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply