মাদারীপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে নৌকার কর্মীদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নৌকার সমর্থক আইনজীবী শারমিন জাহান হেলেনা।
তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনের সহধর্মিণী।আজ বিকেলে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থীর সমর্থক এ্যাড.সারমিন জাহান অভিযোগ করে বলেন, “আমার স্বামী লোকমান সরদার উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা আ.লীগ পরিবারের সন্তান।সংসদ নির্বাচনে নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপের পক্ষে কাজ করি বলে ঈগল মার্কার সমর্থকরা আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১১ টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার বাড়িতে ঢুকে আমাদের মারধর করেছে।আমরা এদের প্রায় সবাইকেই চিনি।তাছাড়া আমার বাসার সিসিটিভি ফুটেজেও তাদের ছবি সংরক্ষিত আছে।
আমরা থানায় অভিযোগ করবো।পাশাপাশি আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply