কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক আনন্দ র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালকিনি পৌরসভার মাঠে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম. জুবায়েরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,ছাত্রলীগ ঐতিহ্যবাহী সংগঠন।এ সংগঠন বরাবরই নৌকার পক্ষে,স্বাধীনতার পক্ষে ছিল।ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম চলমান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন,পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ হাওলাদার,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার লিখন সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply