মাদারীপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের একটি ক্যাম্পে অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা। এই ঘটনার বিচারের দাবীতে নৌকার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (৩ জানুয়ারি) সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রায় অর্ধশত নৌকার সমর্থকদের অভিযোগ সুত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থকরা কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে মহাজোন বাড়ির সামনে একটি নৌকার নির্বাচনী ক্যাম্প তৈরী করে সেখান থেকে নির্বাচন পরিচালনা করে আসছেন। কিন্তু বুধবার গভীর রাতে কে বা কাহারা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে এবং নৌকার ঝুলানো বেশ কিছু পোস্টার ছিরে পালিয়ে যায়।
কালকিনি পৌর মেয়র ও নৌকার নির্বাচনী প্রতিনিধি এস.এম হানিফ বলেন, আমরা শান্তিপূর্ন নির্বাচন চাই। নির্বাচন উপলক্ষে কোন প্রকার সহিংসতা চাইনা। তবে নৌকার ক্যাম্প পোড়ানো ও পোস্টার ছিড়ে ফেলার ঘটনায় আমরা চাই প্রশাসন তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি তদন্ত মো. মারগুব তৌহিদ বলেন, আমরা এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply