রকিবুজ্জামান,নিজস্ব প্রতিবেদক:
যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসে ও প্রকৃত আওয়ামী লীগ করে তাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান,এমপি।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর সরকারি বিদ্যালয় মাঠে মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের প্রচারনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ বলেন,নৌকায় ভোট দিলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।যার প্রমান বিগত ১৫ বছরে জননেত্রী শেখ হাসিনা সরকারের টানা উন্নয়ন দেখলে বোঝা যায়।সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত।
আমাদের এ গৌরব ও উন্নয়নের ধারা চলমান রাখতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান মৌসুমি হকের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ লক্ষ্মীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
এসময় নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠে লক্ষীপুর সরকারি বিদ্যালয় মাঠ।
উল্লেখ্য,প্রতিক বরাদ্দের পর থেকেই মাদারীপুর-৩ আসনে নৌকার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন মাদারীপুর -৩ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply