মাদারীপুর জেলা প্রতিনিধি :
আগামীকাল মঙ্গলবার (১২ই ডিসেম্বর) মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান। সোমবার সকালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান বলেন, সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। দেশে মোট ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই ধারাবাহিকতায় মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল জেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে ২১ হাজার ৫৬৭ জনকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১লাখ ৪৯ হাজার ৯০৭ জনকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৭৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমায় এ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে।
তিনি সকল অভিভাবকদের অনুরোধ জানান তাদের শিশুকে অবশ্যই ক্যাপসুল খাওয়ানোর জন্য।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো: ওলিউর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেলে অফিসার ডা. খলিলুর রহমান, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply