মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ৯ হাজর ভোট পিটাইয়া দিবো আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল এই শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।সেই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম মৃধা।
শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় সিরাজুল আলম মৃধা বলেন, আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমার বিগত ১০ দিন আগের বক্তব্যকে একটি কুচক্রী মহল এডিটের মাধ্যমে প্রচার করে, এতে আমি সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। প্রকৃত বক্তব্য পুরোটা শুনলেই তা স্পষ্টভাবে বোঝা যাবে।আমি বিএনপি জামাতের উদ্দেশ্যে করে কথা বলেছি,নৌকার ভোট পিটিয়ে নেব এমন কথা বলিনি। আমি দেশবাসী ও প্রশাসনের কাছে এর সঠিক বিচার ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন শিকারমঙ্গল ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মল্লিক,মৎসজীবী লীগের সভাপতি দুলাল সরদার,সহ-সভাপতি বেলায়েত মৃধা,যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস সরদারসহ অনেকে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply