আরাফাত হাসান, নিজস্ব প্রতিবেদক :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে মাদারীপুরে প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা প্রশিসেসের আয়োজনে পাঁচ শতাধিক প্রতিবন্দ্বী ও অসহায় মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে প্রশিসেস বিদ্যালয় মাঠে কম্বল, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন স্লোগানে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে কম্বল, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব আওয়ামী মহিলা লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ড. সেলিনা আখতার। তিনি মাদারীপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আবির মাহমুদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হাওলাদার, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply