শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
আয়কর রিটার্নের কাগজ জমা না দেয়ায় মাদারীপুর-১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর কাগজপত্র সঠিক হওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরীসহ ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান মাদারীপুর-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, মো. মোতাহার হোসেন সিদ্দিক নির্বাচনে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া যায়নি। তিনি আয়কর রিটার্নের কোন কাগজই জমা দেননি। তাছাড়া তিনি ব্যাংক একাউন্টের একটি স্লিপ দিলেও তার ব্যাংকের নির্দিষ্ট জায়গায় একাউন্ট নাম্বার লিখেননি। তিনি বা তার প্রতিনিধিও যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত হয়নি। ফলে সেটি বাতিল বলে গণ্য করা হয়েছে।
তিনি আরও বলেন, এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, জাকের পার্টির মো. মাসুদ শিকদার ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. তোফাজ্জেল হোসেন খানের কাগজপত্র সঠিক হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply