মাদারীপুর জেলা প্রতিনিধি :
সন্ত্রাস করে বিএনপি’র রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
শনিবার সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের স্নানঘাটা পারিবারিক কবরস্থানে সাবেক কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এসময় শাজাহান খান আরো বলেন, বিএনপি’র জ্বালাও পোড়াও সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ সব সময় আন্দোলন গড়ে তুলছে। এখনো সেই আন্দোলন আওয়ামী লীগ গড়ে তুলছে সেই জ্বালাপোড়াও বিরুদ্ধে। শুধু আওয়ামী লীগ নয় জনগণও আন্দোলন গড়ে তুলেছে। এখন বিএনপি ফাঁকা আওয়াজ তুলছে। তারা এখন কাগুজে বাঘ। বাংলাদেশের মানুষের মন আর জয় করতে পারবে না।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ বাশার, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন সরদার ও আজিজুর রহমান খানসহ অন্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply