রকিবুজ্জামান, নিজের প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনির সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদ এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ।
শুক্রবার(১ ডিসেম্বর) সকালে উপজেলার বাশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা এলাকায় মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদ এর কবর জিয়ারত করেন তিনি।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদ এর পরিবারের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এসএম হানিফ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, যুগ্ম সাধারন সম্পাদক লোকমান সরদার,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সিডিখান ইউপি চেয়ারম্যান চানমিয়া সিকদার সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য,গত শনিবার(২৫ নভেম্বর) দুপুরে গুরুতর অসুস্থ হাবিবুর রহমান আজাদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply