মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোসাঃ তাহমিনা বেগম।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর)মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার দাশের নিকট তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এর আগে গতকাল তিনি হাজার হাজার জনগন নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে এলেও শেষে জমা দেননি।পরে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, “আমি প্রার্থী হতে চাইনি,জনগনই আমাকে প্রার্থী করেছে।তাই যত চাপ আসুক,নির্বাচনে আমি শেষ পর্যন্ত লড়বো।”
এ সময় তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।
আজ সকালে তাঁর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি খোকন বেপারী,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সবুজ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু,উপজেলা কৃষকলীগের আহবায়ক এমদাদুল হক সরদার সহ অন্যান্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply