কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে রিগান বেপারী(২৫)নামে এক মাদক কারবারীকে ৭০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার হওয়া রিগান বেপারী কালকিনি পৌর এলাকার লক্ষিপুর-পখিরা গ্রামের সিরাজ বেপারীর ছেলে।গতকাল রবিবার দুপুরে তাকে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃহাসানুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাম প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে একটি আভিযানিক দল কালকিনি পৌরসভার ০৫নং ওয়ার্ডের সাদিপুর এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রিগান বেপারীকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ হাসানুজ্জামান জানান, রিগান বেপারী দীর্ঘদিন যাবৎ পৌর এলাকার বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গতকাল তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply